খাগড়াছড়িতে পারিবারিক দ্বন্দ্বে গোলাগুলি, দুই সহোদর গুলিবিদ্ধ

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড় কাজী পরিবারে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে রামগড় পৌরসভার মেয়রের দুই ভাই গুলিবিদ্ধ হয়েছে। গত রোববার রাতে রামগড় পৌর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় পৌর মেয়র কাজী রিপনের ছোট ভাই কাজী শিপন ও কাজী শাহেদ গুলিবিদ্ধ হয়। রাতে তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ।

NewsDetails_03

রামগড় পৌরসভার মেয়র কাজী রিপন জানান,‘রোববার রাতে আমার ছোট ভাই কাজী শিপন ও শাহেদ উপর গুলিবর্ষণ করা হয়েছে। এসময় তাদের পায়ে ও মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ দুই ভাই চট্টগ্রামে প্রেরণ করা হয়। তিনি আরো জানান,‘মসজিদের জমি অধিগ্রহণ কেন্দ্রকে আমাদের পরিবারের মধ্যে বিরোধ চলছি। এরই জের ধরে এই ঘটনা ঘটেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছে আমার আরেক ভাই শিমুলের হাতে এসময় অস্ত্র ছিল। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে তা বলতে পারছি না।’

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান,‘এটি মূলত তাদের (কাজী পরিবার) পারিবারিক বিরোধের জেরে গোলাগুলি হয়েছে। তবে এই ঘটনায় একজনের মাথায় এবং অন্য জনের পায়ে গুলি লাগে। দুজনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

আরও পড়ুন