অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এতিমদের পাশে প্রাক্তন ছাত্র সংসদ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে প্রাক্তন ছাত্র সংসদ।
আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী সকালের দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের উদ্যেগে ক্ষতিগ্রস্ত এতিম শিক্ষার্থীদের মাঝে পোষাক ও শিক্ষা উপকরণ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে এতিমখানায় আশ্রিত শিশুদের, বই, খাতা, বেডিং প্রয়োজনীয় সামগ্রীসহ মাদ্রাসার পুরাতন ভবন পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা ও অধ্যক্ষ কাজী মে. সলিম উল্লাহ, উপাধ্যক্ষ মো. হানিফুর রহমান, মাদ্রাসার আরবী প্রভাষক ও উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, গাজী নগর জামে মসজিদের পেশ ইমাম ও উপদেষ্টা আব্দুল জলিল, প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক সহ মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।