অগ্নিকাণ্ডে নিঃস্ব বিকাশ ত্রিপুরার পরিবার, সহযোগিতার আবেদন
খাগড়াছড়ি
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের পাঁচ মাইল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অসহায় বিকাশ ত্রিপুরার পরিবার। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়, আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা।
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বিকাশ ত্রিপুরা, তার স্ত্রী, দুই পুত্র ও এক পুত্রবধূ। আগুনে তাদের যাবতীয় সম্পদ, গৃহস্থালি সামগ্রী ও ব্যবহারযোগ্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী অজয় ত্রিপুরা জানান, “আমি বাজার থেকে ফেরার পথে দেখি ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই।”

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, দুপুরে রান্নার কাজে চুল্লায় আগুন ধরালে হঠাৎ বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, মুহূর্তেই পুরো ঘর পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৪নং পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা। তিনি জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের মাধ্যমে জুরুরী ভিত্তিতে কিছু ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য কাজ চলছে।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটি এখন মানবিক সহায়তার জন্য স্থানীয় প্রশাসন, সমাজের হৃদয়বান ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দাতব্য সংস্থার সহযোগিতা কামনা করছে।
সহযোগিতা বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: বিকাশ ত্রিপুরা, পাঁচ মাইল, খাগড়াছড়ি সদর।