অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্থদের স্বাভাবিক জীবনে ফেরাতে পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান। আজ সোমবার (১৫ মার্চ) তার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবারের প্রত্যেককে গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরণ করা হয়েছে। গ্যাস ও চুলা পেয়ে ক্ষতিগ্রস্থরা ভীষন খুশি।
উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন জানান, আমার বাবা হাজী মহসীন কোম্পানী ছিলেন একজন পরোপকারী ও জনদরদী। মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা এমন মানুষের সন্তান হয়ে আমরাতো ঘরে বসে থাকতে পারিনা। তাই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছি এবং এটি অব্যাহত রাখব। তিনি সমাজের বিত্তবানদেরও অনুরোধ করেন অসহায় এসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
এসময় সদর উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, নাসরিন আক্তার, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা, সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।