পার্বত্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাল বুধবার সকাল ১০টায় লামার রুপসীপাড়া ইউনিয়ন সদর বাজার পরিদর্শন করে মন্ত্রী বীর বাহাদুর ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে ত্রান বিতরণ করবেন। এসময় জেলা প্রশাসক ছাড়াও লামা উপজেলার স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
সূত্র জানায়, উপজেলা সদর থেকে ৯ কিলোমিটার দূর রুপসীপাড়া ইউনিয়ন সদর বাজারের ব্যবসায়ী আবেদ আলীর ইলেকট্রিক দোকান থেকে মঙ্গলবার ভোর ৩টার দিকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে, এতে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এক ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।