অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আলীকদম জোন

purabi burmese market

বান্দরবানের আলীকদমের কুরুকপাতায় পুড়ে যাওয়া তিনটি বাড়ির সদস্যদের নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও পরিধানের কাপড় বিতরণ করেছেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম,পিএসসি।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল দশটায় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেন।

গত বৃহস্পতিবারের অগ্নিকান্ডে কুরুকপাতায় তিনটি মার্মা পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। তিনটি মার্মা পরিবারই পেশায় দিনমজুর ও অতিদরিদ্র। জোন কমান্ডার তা জানতে পেরে বাড়িগুলো পুনর্নিমার্ণের জন্য নগদ অর্থ সহায়তা, খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলীকদম জোনের ল্যাঃ মীর মাহদী, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, জোন জেসিও ইকরামুল হক ক্যাম্প কমাণ্ডার আব্দুল হাই,ও বাজার ব্যবসায়ী যোহন মাস্টার প্রমূখ।

এ সময় জোন কমাণ্ডার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সেনা বাহিনী এ জনপদের মানুষের বিপদে আপদে সব সময় পাশে থাকার চেষ্টা করে। তিনি উপস্থিত ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পুনঃনির্মাণের সময় সার্বিক সহযোগিতা করার নির্দেশনা দেন। এসব অসহায় পরিবারগুলোসহ দুঃস্থ জনগণের সেবায় সেনা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলে তিনি জানান।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।