শুক্রবার পবিত্র জুমা’র নামাজ আদায়ের জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার শাপমারা ঝিঁড়িতে আবস্থানরত রোহিঙ্গা মুসলমানরা বাঁশ আর রেকসিন দিয়ে তৈরি করেছে মসজিদ।
যখন বাংলাদেশ সময় ১২টা ৩০ ঠিক তখনি নাইক্ষ্যংছড়ি শাপমারা ঝিড়ি জিরো পয়েন্টের চার পাশে মসজিদ থেকে আযানের শব্দে পুরো এলাকার সকল পুরুষ ও শিশুরা দলে দলে মসজিদে এসে কাতারবন্দি হতে থাকে। কাতারবন্দি আবস্থায় মিলাদ ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন রোহিঙ্গা মুসলিমরা।
মুসল্লিরা জানান, এতোদিন আমরা অনেক কষ্টে ছিলাম,যার কারনে আল্লাহর কোন এবাদত করতে পারি নাই আজ আমরা সবাই মিলে নামাজ পড়তে পেরে আমরা অনেকটা অনন্দিত।
নামাজ শেষে পুনরায় যে যার যার অবস্থানে ফিরে যাচ্ছে এমন মুহুর্তে নামাজের ঈমাম মাওলানা আব্দুল করিম বলেন, আল্লাহ আমাদের এখানে এমন নিরাপদে অবস্থান রেখেছে তাই আমরা সবাই জুমার নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি।
এদিকে মিয়ানমার বুশিডং থেকে আসা হাফেজ মো. হামিদ আহম্মদ বলেন, আমরা কখনো কল্পনা ও করি নাই যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষ আমাদের পাশে এসে দাড়াবে।