অপপ্রচারের প্রতিবাদে লামায় ছাত্র ও যুবদলের সংবাদ সম্মেলন
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বান্দরবান জেলা শাখার সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী (রিপন) ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ভূঁইয়া বিরুদ্ধে লামা উপজেলা কৃষক দলের অকার্যকর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা মিথ্যা অপপ্রচার করার প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন’ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে লামা উপজেলা ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সরকারী মাতামুহুরী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম।

এ সময় উপজেলা যুবদলের আবহায়ক কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, সদস্য আবু সুফিয়ান, আমির হোাসেন, ও থোয়াইসে মং মার্মা, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদল নেতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, গত ২৫ জানুয়ারী লামা উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দরা কমিটির বাতিলের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বান্দরবান জেলা শাখা সভাপতি জনাব ইয়াছিনুল হক চৌধুরী (রিপন) বহিরাগত ও মোঃ মনির হোসেন ভূঁইয়া অনুপ্রবেশকারী উল্লেখ করেন, যা মোটেও সত্য নয়। তারা উভয়েই বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা ও দীর্ঘবছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিলেন, বর্তমানেও সম্পৃক্ত আছেন।
ছাত্রদল নেতা মোহাম্মদ ইব্রাহীম আরও বলেন, মূলত ২০২৩ সালের ১২ আগস্ট তিন মাসের জন্য লামা উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০২৪ সালের ১২ডিসেম্বর দলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক বান্দরবান জেলা কৃষক দলের পুরনো কমিটি বিলুপ্ত করে ইয়াছিনুল হক চৌধুরী (রিপন) কে সভাপতি ও মো. মনির হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন। অনুমোদিত বান্দরবান জেলা কৃষক দলের নেতৃবৃন্দরা গত ১১ জানুয়ারী লামা উপজেলা আহ্বায়ক কমিটিকে সাংগঠনিক রিপোর্ট দেওয়ার জন্য নোটিশ করেন। কিন্তু লামা উপজেলার আহবায়ক কমিটি নেতৃবৃন্দরা নির্ধারিত সময়ের রিপোর্ট উপস্থাপন করতে পারেনি। এতে বুঝা গেছে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কোনো কমিটি নেই, বা সাংগঠনিক তৎপরতাও নেই। তাদের এই ব্যর্থতা ঢাকতে গত ২৫ জানুয়ারী জেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে সংবাদ সম্মেলন করেন অকার্যকর লামা উপজেলায় কৃষক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা। তাদের এই মিথ্যা সংবাদ সম্মেলনে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সকল নেতাকর্মী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বানের পাশাপাশি আমি এ মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম।