সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত চারমাস যাবৎ মানসিক ভাবে অসুস্থ ছিলেন থুই মা চিং মারমা (২৭)। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের মা। থুই মা চিং রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পূর্ব মনাই পাড়ার বাসিন্দা। আজ সোমবার দুপুরে থুই মা চিং মারমা’র স্বামী হ্লাশে মারমা দুই সন্তানকে নিয়ে বান্দরবান সদর হাসপাতালে এসে থুই মা চিং এর সাথে দেখা করেন। বিকালে বান্দরবান সদর হাসপাতাল থেকে থুই মা চিং মারমাকে তার স্বামী হ্লাশে মারমা রাঙামাটির নিজ বাড়িতে নিয়ে যায়।
এই ব্যাপারে থুই মা চিং মারমার স্বামীর হ্লাশে মারমা পাহাড়বার্তাকে বলেন,সে মানসিক ভারসাম্যহীন, গত ছয়দিন আগে সে হারিয়ে যায়, তাকে পেয়ে আমরা বেশ খুশি।
প্রসঙ্গত, থুই মা চিং মারমাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করার পর বান্দরবান শহরের ক্রিড়া সংগঠক নিনি প্রু মার্মা, শিক্ষিকা ড নু প্রু মার্মা ও ম্যা ম্যা য়ি মার্মা, পাহাড়বার্তা’র প্রতিবেদক মং খিং মার্মা, সাংবাদিক উসি থোয়াই মার্মাসহ অনেকে তার সন্ধান পেতে সার্বিক সহযোগিতা করেন।
4 মন্তব্য
Many many thank paherBarta
পাহাড়বার্তা’র সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।
God bless him family be happy.