স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবালের লাশের খোঁজে কাপ্তাইয়ে অবস্থিত বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির ১০ সদস্যের ডুবুরি দল টানা ৯৬ ঘন্টা কর্ণফুলী নদীর বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়েছেন। নৌবাহিনীর ডুবুরিরা বড়ইছড়ি,কর্ণফুলী স্টেডিয়াম, কয়লার ডিপুসহ কর্ণফুলী নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। কাপ্তাই উপজেলা চেয়্যারম্যান মোঃ দিলদার হোসেন ইকবালের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ১৩ জুন সকাল ৭টার সময় কাপ্তাইে প্রচন্ড বৃষ্টির সময় ইকবাল, তার মা এবং পরিবারের সকলের সামনে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে যায়।