১৯ বিজিবির জোন এনসিও অরুপ সাহা আজ এই প্রতিবেদকে জানান, অধিনায়কের সার্বিক নির্দেশে বিজিবির সদস্যরা গত ১২ দিন ধরে এই সড়কে যান চলাচলের জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই সড়কে যান চলাচলের উপযোগী করে।
সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে দীর্ঘ সময়ের দু:খ দূর্দশার অবসান ঘটিয়ে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
বড়ইছড়ি সিএনজি অটো রিক্সা সমিতির সাধারন সম্পাদক আবুল হাসেম সংশ্লিষ্ট সকলকে সমিতির পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের আগে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় এই সড়কে চলাচলকারী জনগন বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন।