অবশেষে বিজিবির চেষ্টায় বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল শুরু

purabi burmese market

বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল শুরু
প্রবল বর্ষনে রাস্তার উপর পাহাড় পড়ে গত ১৩ জুন থেকে রাঙামাটির কাপ্তাই এর বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপদ বিভাগ এবং কেপিএম এর সহযোগিতায় কাপ্তাই ১৯ বিজিবির সদস্যদের প্রানান্তকর চেষ্টার পর আজ শনিবার থেকে বড়ইছড়ি -ঘাগড়া সড়কের ১৫ কিলোমিটার এলাকার যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল পর্যন্ত বড়ইছড়ি থেকে সাফছড়ি এলাকায় হালকা যানবাহন চলাচল করে।
১৯ বিজিবির জোন এনসিও অরুপ সাহা আজ এই প্রতিবেদকে জানান, অধিনায়কের সার্বিক নির্দেশে বিজিবির সদস্যরা গত ১২ দিন ধরে এই সড়কে যান চলাচলের জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই সড়কে যান চলাচলের উপযোগী করে।
সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে দীর্ঘ সময়ের দু:খ দূর্দশার অবসান ঘটিয়ে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
বড়ইছড়ি সিএনজি অটো রিক্সা সমিতির সাধারন সম্পাদক আবুল হাসেম সংশ্লিষ্ট সকলকে সমিতির পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের আগে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় এই সড়কে চলাচলকারী জনগন বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।