বান্দরবানের লামা উপজেলা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার বাসিন্দা রাশেদা বেগমের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস সনাক্ত হওয়ার ২৩ দিন পর সুস্থ হয়ে আজ শনিবার (৯মে) সকালে স্বামীসহ বাড়ি ফিরেছেন।
দ্বিতীয় নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলে তাদেরকে ছাড়পত্র দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। বাড়ী ফেরার সময় সুস্থ রাশেদা বেগম দম্পত্তিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, গত ১৬ এপ্রিল প্রথম প্রাণঘাতী করোনা ভাইরাস সনাক্তের পর রাশেদা বেগম ও তার সংস্পর্শে আসা স্বামী মো. জামাল উদ্দিনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়। সেখান থেকেই গত ২৯ এপ্রিল পূনরায় নমুনা সংগ্রহ করে পাঠানো পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়।
তিনি আরো বলেন, সেই সঙ্গে তাদেরকে সার্বক্ষণিক বাসায় থাকার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে, তা মেনে চলার জন্য বলা হয়েছে।