অবশেষে সিএইচটিনিউজ ডটকম এর বিরুদ্ধে মামলা দায়ের

NewsDetails_01

সিএইচটিনিউজ ডটকম
বাংলাদেশ সেনাবাহিনী ও খাগড়াছড়ির স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরকে নিয়ে উস্কানীমূলক সংবাদ প্রকাশের অভিযোগে খাগড়াছড়ির স্থানীয় নিউজ পোর্টাল chtnews.com এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় মামলা করেছে জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।
chtnews.com পোর্টালটি ইউপিডিএফ প্রসীত গ্রুপের মুখপাত্র হিসেবে কাজ করলেও এটির সাথে কারা জড়িত সেটি কেউ জানেনা।
প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে জড়িয়ে chtnews.com অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আজ বুধবার সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। দুপুরে সংসদ সদস্যের জেলা সদরের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

আরও পড়ুন