অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবি-বিএসএফের ভার্চুয়াল বৈঠক

NewsDetails_01

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাঙামাটি সেক্টর ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর আইজল সেক্টরের কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫আগষ্ট) দুপুরে উভয় দেশের কমান্ডারদের মধ্যে ভার্চুয়াল ভিডিও টেলি কনফারেন্সে (ভিটিসি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ, সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

NewsDetails_03

এছাড়াও সীমান্তে স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে বিজিবি-বিএসএফ উভয় পক্ষ একমত পোষণ করেন। আড়াই ঘন্টাব্যাপী উভয় দেশের কমান্ডার পর্যায়ে সৌহার্দপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন, বিজিবি রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সাহীদুর রহমান ওসমানী এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন, বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি শ্রী রাজেশ কুমার।

এছাড়াও বাংলাদেশের পক্ষে বিজিবি রাঙামাটি সেক্টর এবং বিএসএফ আইজল সেক্টরের পরিচালকরা উক্ত সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন