অভিভাবকরা সন্তানদের প্রতি বন্ধুত্বপূর্ন হলে সমাজের অগ্রগতি সহজ হবে

NewsDetails_01

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আজ মঙ্গলবার ইউনিসেফ-বাংলাদেশ’র সহযোগিতায় দিনব্যাপি কিশোর-কিশোর ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের মাটিরাঙা উপজেলা ব্যবস্থাপক টিটন চাকমা।

NewsDetails_03

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো:বাদশাহ ফয়সাল ও মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ুন পাটোয়ারি।

প্রধান অতিথির বক্তব্য মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম বলেন, ১০-১৯ বছর পর্যন্ত বয়সের কিশোর-কিশোরীদের প্রতি অভিভাবকরা বন্ধুত্বপূর্ন আচরণ করলে সমাজের সার্বিক অগ্রগতি অনেক সহজ হবে। অভিভাবকের আন্তরিকতা শিশু-কিশোরদের মেধা-মনন বিকাশে অত্যন্ত সহায়ক। পরিবারে-সমাজে-বিদ্যালয়ে সৃজনশীল পরিবেশ নিশ্চিত করা গেলে শৈশব-কৈশোর অনেক বেশি আনন্দময় হয়ে উঠবে।

সভায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’র জেলা ট্রেনিং ইনস্ট্রাক্টও কনক বরণ ত্রিপুরা মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কিশোর-কিশোরীর অভিভাবকদের কৈশোরকাল সম্বন্ধে, কিশোর-কিশোরীর অধিকার, পিতা মাতা থেকে প্রাপ্য সেবা সম্পর্কে এবং কিশোর-কিশোরীদের দায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। সম্মেলনে উপজেলার একশত প্রশিক্ষনার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন