অসহায় কৃষকের ধান কেটে দিলো বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ

করোনা ভাইরাসের সংক্রামনের কারণে শ্রমিক সংকটের কারণে বান্দরবানে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ এর সদস্যরা।

আজ মঙ্গলবার (৫মে) সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়ন ছাইংগ্যা দানেশ পাড়ায় অসহায় এক কৃষকের ৪৫ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কলেজ ছাত্রলীগের সভাপতি সুহৃদ বড়ুয়া ও সাধারণ সম্পাদক ইমরান খান উপস্থিত ছিলেন।

এসময় ছাত্রলীগের ৩০জন নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশ নেয় এবং কাটা শেষে কৃষকের বাড়িতে ধানগুলো পৌঁছে দেয়। এর আগে বান্দরবানের শহরের বালাঘাটা এলাকায় কৃষকলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে বাড়ি পৌছে দেন।

আরও পড়ুন