এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, সরকারের আন্তরিকতায় পার্বত্য এলাকার সর্বত্র এখন বিদ্যালয় নির্মিত হচ্ছে এবং শিক্ষক নিয়োগ করে আধুনিক মানের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এসময় প্রতিমন্ত্রী শিক্ষকদের আরো মনোযোগী হয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, পড়ালেখার বিকল্প কিছুই নেই, একসময় পার্বত্য এলাকার উন্নয়ন না হলে ও এখন যেদিকে তাকাবেন,সেদিকে উন্নয়নের ছোয়া। এখন মানুষের মধ্যে শান্তি বিরাজ করছে, আর তাই অস্ত্র নয় কলমের মাধ্যমে এগিয়ে যেতে হবে সকলকে। তিনি আরো বলেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত, তাই শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নেই ।
চট্টগ্রাম ডাইওসির বিশপ মজেস কস্তার সভাপতিত্বে অনুষ্টানে পার্বত্য চট্র্গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্টানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, যিশু খ্রীস্টের দীক্ষায় সকলকে দীক্ষিত হয়ে আলোকিত জীবন গড়ার অনুরোধ জানান । তিনি আরো বলেন ,যিশু মানবসেবার জন্য কাজ করে গেছেন তাই আজ তিনি পৃথিবীব্যাপী সমাদৃত হয়ে রয়েছেন। যিশুর মত সকলকে ভালো কাজ করতে হবে আর পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে ।
শেষে ফাতিমা রানী ধর্মপল্লীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্টান ও প্রাক বড়দিনের শুভেচ্ছা স্বরুপ কেক কাটা হয় ।