অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরন
রাঙামাটির তবলছড়ি ওয়াপদা কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৩নভেম্বর) ঘটনাস্থল এলাকায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান ব্যক্তিগত পক্ষ থেকে এসব গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরণ করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা যা হারিয়েছেন, তা এক অপুরনীয় ক্ষতি। কোন কিছু দিয়ে তা পুরন সম্ভব নয়। তবুও, মানবিক দিক বিবেচনা করে যৎ সামান্য নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে এসব ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে। তিনি অসহায় ক্ষতিগ্রস্ত এসব বাসিন্দাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের পাশে দাঁড়ানোর অাহবান জানান।
প্রসঙ্গতঃ গত ৬ নভেম্বর সকালে তবলছড়ি ওয়াপদা কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি বসতঘর পুড়ে যায়।