রাঙ্গামাটি পৌর শহরের রিজার্ভমূখ এলাকার চেয়ারম্যান কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
আজ সোমবার (১১ মে) রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে সাংসারিক নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পৌর মেয়র অাকবর হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এটি ত্রাণ নয়, উপহার হিসেবে প্রদান করলাম।
বিতরণকৃত সরঞ্জামাদির মধ্যে রান্নার হাড়ি, বালতি, জগ, প্লেট, বাটি, গ্লাস, গামলা, চামচসহ চাল, তেল, লবন, মসুর ডাল প্রদান করা হয়।
বিতরনকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন, কাউন্সিলর পুলক বড়ুয়া, স্বেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহ জাহান, জেলা ছাত্রলীগ সভাপতি অাব্দুর জব্বার সুজন প্রমূখ উপস্থিত ছিলেন।