আংশিক লক-ডাউন হচ্ছে মানিকছড়ি

NewsDetails_01

খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি উপজেলায় করোনার সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুসারে রেড জোন ঘোষণা করা হয়েছে।

সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার থেকে উপজেলা আংশিক লক-ডাউনের সিদ্ধান্ত গ্রহণে জরুরী সভা করা হয়েছে। মানিকছড়ির উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তামান্না মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

NewsDetails_03

খাগড়াছড়ি জেলায় সোমবার বিকেল পর্যন্ত ৮ জন নতুন করে পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৯৪ জন। সুস্থ হয়েছেন ২৭ জন।

মানিকছড়ির ইউএনও জানান, উপজেলায় মোট আক্রান্ত ১৪ জন। আক্রান্তদের অধিকাংশ পুলিশ ও ব্যাংক কর্মকর্তা। রোহিঙ্গা ক্যাম্প থেকে দায়িত্ব পালন করে এসে আক্রান্ত হয়েছে পুলিশ সদস্যরা। যেহেতু আক্রান্তরা কয়েকটি এলাকার সেহেতু পুরো উপজেলাকে লক-ডাউন না করে আংশিক করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন