আজ বৃষ্পতিবার সকালে বান্দরবান ট্রাফিক মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুল ও মিষ্টি বিতরণ করেন জেলা প্রশাসক আসলাম হোসেন ও পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার। আরো উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ, হেলম্যাট পরিহিত মোটর সাইকেল চালক ও সাংবাদিকরা।
এ সময় পুলিশ সুপার ও জেলা প্রশাসক জানান, মোটর সাইকেল চালকের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করেই বান্দরবান শহরে চলাচলকারী সকল মোটর সাইকেল চালকদের হেলম্যাট পড়তে উৎসাহিত করছি। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। দুর্ঘটনা এড়াতে প্রত্যেক মোটর সাইকেল চালকদের হেলমেট পড়া জরুরি।