আইসিটি কর্মশালার মিডিয়া পার্টনার “পাহাড়বার্তা”

NewsDetails_01

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহযোগিতার দৃঢ় প্রত্যয় নিয়ে স্বগৌরবে এগিয়ে চলছে Tech Solution It Farm. তবে আইসিটিতে পিছিয়ে আছে বান্দরবান পার্বত্য জেলা।
আর এ জেলায় আইসিটি বিষয়ে শিক্ষক স্বল্পতা থাকায় শিক্ষার্থীরা এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাচ্ছেনা। বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে Tech Solution It Farm এর সহযোগিতায় বাংলাদেশ ও তিন পার্বত্য জেলায় প্রথম স্থাপিত handicrafts based e-commarce site hillhandicrafts.com বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি বিষয়ে সঠিক ধারণা প্রদান ও ক্যারিয়ার গঠন শীর্ষক কর্মশালার আয়োজন করছে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে তিন পার্বত্য জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল paharbarta.com

আরও পড়ুন