আওয়ামীলীগ ও একটি কুচক্রী মহলের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রের অভিযোগ

খাগড়াছড়িতে প্রেস ব্রিফিংয়ে ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, দলীয় নেতাকর্মীদের সাথে সাম্প্রতিক এক মতবিনিময়ে দেওয়া তাঁর (ওয়াদুদ ভূঁইয়া) বক্তব্যের খণ্ডিত অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বলেন মূলত: তাঁর দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চক্র এবং একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি শহরের তাঁর বাসভবন “বৈঠকে” সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং-এ তিনি এ অভিযোগ করেন।

NewsDetails_03

ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, অতীতেও আন্তর্জাতিক ও দেশীয় কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে।

তিনি খাগড়াছড়িবাসী, সাধারণ জনগণ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজা ও আবু তালেবসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন