আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় তঞ্চঙ্গ্যা নেতারা

NewsDetails_01

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং আসনে নৌকার মনোনয়ন প্রার্থী, পার্বত্যমন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং এমপি’কে সপ্তমবারের মতো জয়যুক্ত করার জন্য মাঠে নেমেছে তঞ্চঙ্গ্যা নেতারা।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা সমন্বয়ে নেতৃবৃন্ধরা আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় সফর করেন। সফরসঙ্গী হিসেবে ছিলেন, মহিলা নেত্রী সুচিত্রা তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান। উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সদস্য সচিব তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা, কেন্দ্রীয় কমিটি। দিপিকা তঞ্চঙ্গ্যা ১,২,৩ নং কাউন্সিলর বান্দরবান পৌরসভা।

NewsDetails_03

সফরকালে আলীকদম উপজেলায় আলীকদম তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার প্রতিনিধি ও তঞ্চঙ্গ্যাদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেন তিনি।

মত বিনিময় সভায় জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেন, এলাকার উন্নয়নে নৌকা ছাড়া আর কোনো কিছুর বিকল্প নেই, নৌকা মার্কাকে জয়যুক্ত করার জন্য তঞ্চঙ্গ্যারা আগেও নৌকা মার্কাকে ভোট দিয়েছে, ভবিষ্যতেও দিবে।

এই সময় আরও উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন (এম এ), দুংড়িমং মার্মা জেলা পরিষদ সদস্য, নাছির উদ্দীন চেয়ারম্যান ১ নং সদর ইউনিয়ন আলীকদম, অংশোথোয়াই মার্মা সাধারণ সম্পাদক, আলীকদম উপজেলা আওয়ামী লীগ। বুলু কারবারি ও যুদ্ধমনি তঞ্চঙ্গ্যাসহ প্রমুখ। পরে উপস্থিত বক্তারা মধ্যাহ্নভোজের পর নাইক্ষ্যংছড়ি উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

আরও পড়ুন