পার্বত্য জেলা রাঙামাটি ২৯৯ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বর্তমান এমপি দীপংকর তালুকদার।
আজ রবিবার (১৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দীপংকর তালুকদারের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।
এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা, ত্রিদিব কান্তি দাশ, দপ্তর সম্পাদক রফিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাওয়াল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ রাঙামাটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীপংকর তালুকদার রাঙামাটি ২৯৯ আসন থেকে চারবার দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রিয় কমিটির সদস্য। তিনি খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।