উন্নয়নের মাধ্যমে পাহাড়ের দারিদ্রকে যাদুঘরে পাঠিয়ে দেয়া হবে, পাহাড়ী জনপদের মানুষ আর পিছিয়ে থাকবে না। সামনের দিকে এগিয়ে যাবে, অন্ধকার শেষে আলো আসবে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগের আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি গনসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গণসংবর্ধনা মঞ্চে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে ফুলে সাজানো নৌকা তুলে দিয়ে আওয়ামীলীগের যোগদান করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম।
ওবায়দুল কাদের এমপি আরো বলেন, নির্বাচন আসলে বসন্তের কোকিলে দল ভরে যায় আবার নির্বাচন শেষে তারা চলে যান। এসব বসন্তের কোকিলদের চিহ্নিত করতে হবে বলেও হুশিঁয়ারী উচ্চারণ করেন তিনি।
দলের নেতাকর্মীদের সবধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলের ভেতর কোন ব্যক্তি উপদল গঠন করার চেষ্টা করলে তার ফল ভাল হবে না।
গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক শামীম, কেন্দ্রীয় সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।