আওয়ামীলীগ সরকারের আমলেই শিক্ষার প্রসার ঘটছে : লামায় বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের লামা মাতামুহুরী কলেজের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলেই শিক্ষার প্রসার ঘটছে। সরকারের আন্তরিকতার কারণে আজ সারাদেশের বেশিরভাগ কলেজ জাতীয়করণ করা হচ্ছে। আগামীতে ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পার্বত্য এলাকায় বাস্তবায়িত হবে এবং পার্বত্য এলাকায় শিক্ষার হার অনেকাংশে বৃদ্ধি পাবে। আজ শনিবার সকালে বান্দরবানের লামা মাতামুহুরী কলেজের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০লক্ষ টাকা ব্যয়ে লামা মাতামুহুরী কলেজের ছাত্রাবাস নির্মাণ কাজের উদ্বোধন করেন, পরে ১৫লক্ষ টাকা ব্যয়ে লামা মাতামুহুরী কলেজের নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়। পরে লামা এই কলেজকে জাতীয়করণ করায় কলেজ প্রাঙ্গনে বীর বাহাদুর এমপিকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-জান্নাত রুমী, সেনাবাহিনীর আলীকদম জোন এর কমান্ডার লে:কর্ণেল মো:মাহবুব রহমান পিএসসি,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মো: মোস্তফা জামাল,ফাতেমা পারুল,সহকারী পুলিশ সুপার মো:আব্দুস সালাম,লামা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো:ইসমাইল,লামা পৌর মেয়র মো:জহিরুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো:আব্দুল আজিজ,নির্বাহী প্রকৌশলী আবু বিন মো:ইয়াছির আরাফাত, লামা মাতামুহুরী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী ও কলেজের শিক্ষক শিক্ষীকা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন