আওয়ামী লীগে কেউ বিদ্রোহ করলে খবর অাছে

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
মিথ্যাচার প্রতারণা বিএনপি’র রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতিসংঘের মহাসচিবের নাম নিয়ে ভুয়া চিঠির কথা বলে জনগণের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে তার জবাব চান তিনি।
আজ শুক্রবার সকালে রাজধানী গাবতলী এলাকায় আওয়ামী লীগের ৫ম দিনের মতো গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিকে কোনো বাধা দিচ্ছি না। তারাও এই প্রচারণা চালাতে পারবে। বিএনপি এখন ঘরের বিবাদ নিয়ে এত ব্যস্ত, জাতীয় এক্য করবে? তাদের ঘরেই তো ঐক্য নেই। এজন্য বিএনপি নিজেদের নিয়েই ব্যস্ত। তারা নির্বাচনী প্রচারণা কখন চালাবে। প্রচারণার ক্ষেত্রে কোনো বাধা নেই। আমরা যেমন প্রচারণা চালাচ্ছি তারাও চালাতে পারে। যখন শিডিউল হবে তখন আচরণবিধি সবাইকে মানতে হবে। আমরাও তা মেনে চলবো।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,‘২০১৪ সালের মতো বোমা সন্ত্রাস করার জন্য বিএনপি ছক অাঁকছে। তবে এটা ২০১৪ সাল নয়, ২০১৮ সাল, এমন ছক প্রতিহত করা হবে। বিএনপি যদি ক্ষমতায় অাসে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। একদিনেই সারাদেশে লাশের পাহাড় দেখা যাবে।’
কারাবন্দি দলীয় প্রধান খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিতে বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও বিশেষায়িত হাসপাতাল। অথচ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে।’ ওবায়দুল কাদের আরো বলেন, ‘কেউ যেন ভোটের বাক্স ভর্তি না করতে পারে, কারচুপি না করতে পারে, সেজন্যই ইভিএম চাইছি। সীমিত অাকারে ইভিএম ব্যবহারের জন্য অামরা ইসিতে অাবেদন করেছি।’
তিনি বলেন, ‘অাওয়ামী লীগে কেউ বিদ্রোহ করলে খবর অাছে। বিদ্রোহ করলেই বহিষ্কার। (নির্বাচনে) একজনকে মনোনয়ন দেওয়া হবে। সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। দলের কারোর বিরুদ্ধে গীবত করা যাবে না। অামাদের বিরোধী বিএনপি, অাওয়ামী লীগ নয়। মশারির মধ্যে মশারি খাটানো চলবে না।’ সূত্র-সময় টেলিভিশন অনলাইন

আরও পড়ুন