আওয়ামী লীগে যোগ দিলেন টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান মাং ইয়াং ম্রো

আওয়ামী লীগে যোগ দিলেন বান্দরবান জেলার সদ্য সমাপ্ত টংকাবতী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মাং ইয়াং ম্রো ও ৪ ইউপি মেম্বার।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা । মন্ত্রীর বান্দরবানের বাসভবনে যোগদানের অনুষ্ঠানটি হয় ।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য জনাব আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জনাব মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব অমল কান্তি দাশ, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র জনাব সৌরভ দাশ শেখর, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জনাব কেলু মং, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব পাইহ্লা অং মারমা, সাধারন সম্পাদক জনাব এয়াকুব চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।