তিনি আরো বলেন, বান্দরবানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, উন্নয়ন ও অগ্রগতির ধারা ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে হবে।
জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং,আওয়ামী লীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, সুধাংশু বিমল চক্রবর্তী, সহ সভাপতি একে এম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় অন্য বক্তারা বলেন, বিগত নির্বাচনের মতো এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বীর বাহাদুরকে জয়ী করে বান্দরবান ৩০০ নং আসন শেখ হাসিনাকে উপহার দিবো আমরা।
প্রসঙ্গত,বান্দরবানে আওয়ামীলীগ থেকে বীর বাহাদুর উশৈসিং, বিএনপি থেকে সাচিং প্রু জেরী, ইসলামী আন্দোলন থেকে শওকতুল ইসলাম ও ইসলামী ঐক্যজোট থেকে মো: বাবুল হোসেন সংসদ সদস্য প্রার্থী হিসেবে এবার নির্বাচনে অংশ নিচ্ছে। ১শত ৭৬টি ভোট কেন্দ্রে ২ লক্ষ ৪৬ হাজার ১শত ৮৩ জন ভোটার তাদের ভোট প্রদানের মাধ্যমে আগামী দিনের সংসদ সদস্য নির্বাচন করবে।