বান্দরবানের রাজবিলার জামছড়ি মুখ পাড়ার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু (৬০) মার্মাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
শনিবার ৮টার দিকে বান্দরবানের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।

এদিকে বিক্ষোভ মিছিল থেকে এই হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
আজ শনিবার সন্ধ্যায় বান্দরবান জামছড়ি মুখ পাড়ায় দুর্বৃত্তের গুলিতে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচনু (৬০) নিহত হন । এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো ৫ জন ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের কয়েকটি দল এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে চলে যায়। এ সময় গুলিতে ঘটনাস্থলে ওই আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়। এদিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের লাশও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।