গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী ড.মো: আবদুর রাজ্জাক এমপি বান্দরবানে থানচি ও রুমা দুই উপজেলায় আগামীকাল শনিবার যাবেন।
কৃষি মন্ত্রীর আগমনে উপলক্ষ্যে উপজেলা প্রশাসন , স্থানীয় আওয়ামী লীগ, আইন শৃংঙ্খলা বাহিনী এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে ।
উপজেলা প্রশাসনে সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রী থানচি উপজেলার কাজু বাদাম, কফি, ও বিভিন্ন জাতের আমের ফসলের বাগান পরিদর্শন ও কৃষকদের সাথে সরাসরি কথা বলবেন । শুনবেন কৃষকদের সমস্যা ও উপজেলার বিভিন্ন সম্ভাবনার কথা । এছাড়াও থানচি লিটক্রে সড়কে ৭ কিলোমিটার থাওয়াই ম্রো এর কৃষক বাগানে কয়েকটি বৃক্ষ রোপন পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজনে থানচি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে এক মত বিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং)এমপি। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী এর মহাপরিচালক মো: আসাদুল্লাহ, বান্দরবানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, মত বিনিময় সভা সভাপতিত্ব করবেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ।