আগামী দিনে পাহাড়ি এলাকায় পাহাড়ি ডিজাইনেই তৈরি হবে ঘর : রুমায় জেলা প্রশাসক
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া ঘরগুলো পাহাড়ি এলাকায় আগামী দিনে পাহাড়ি ডিজাইনেই তৈরি হবে। সুতরাং ঘর তৈরি নিয়ে ঝামেলা থাকবেনা। তবে বর্তমানে যে ঘরগুলোর কাজ হচ্ছে সেটা আগের ডিজাইনে হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ দশ উদ্যোগ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি একথা বলেন। আজ সোমবার (৬ জুন) বেলা ১১ টায় রুমা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি এ কর্মশালা আয়োজন করেছে।
প্রধান অতিথি ও জেলা প্রশাসক বলেন, এখানকার পাহাড়িদের ঘর তৈরি করলেও তাদের কোন জমিজমা দলিল নেই। সে কথা বিবেচনায় তাদের হালনাগাদ নতুন ভোটার তালিকাভূক্তি করতে ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের সুপারিশ নিয়ে ভোটার হতে পারবেন। এতে জমি জমা কাগজ নিয়ে ভোগান্তি পোহাতে হবেনা। তবে বাইরে দেশের মানুষ বা রোহিঙ্গারা ভোটার হতে না পারে, জনপ্রতিনিধিদের সতর্ক হতে হবে।
এসময় রুমা সদরে দুর্গম ঠান্ডাঝিরি পাড়া নতুন স্কুল স্থাপনের জন্য দুই লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা ও সহকারী কমিশনার মোহাম্মদ দিদারুল আলম।
রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা।
প্রধান অতিথি বক্তৃতার আগে এক উন্মুক্ত আলোচনা হয়। এতে রুমা সাঙ্গু সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, রেমাক্রীপ্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম, ও গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো এলাকার শিক্ষা, নিরাপদ পানি ও কমিউনিটি ক্লিনিকের সমস্যা নিয়ে উন্মুক্ত বক্তব্যে উপস্থাপন করেন।
এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ কায়েসুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান।
পরে চিত্ররথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।