আগামী ১৫ জুন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন

purabi burmese market

শিল্প এলাকা হিসাবে খ্যাত রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

গত সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন সচিব মোঃ হুমায়ুন কবীর বৃহত্তর চট্টগ্রামের ২১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এইছাড়া একইদিন রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ আগামী ১৯ মে, প্রার্থিতা বাছাইয়ের শেষ তারিখ আগামী ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

২০১৭ সালের ২৩ মে তারিখে সর্বশেষ ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বিজয়ী হন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।