সভায় জানানো হয়, হ্রদের মাছের সুষ্ঠু প্রজনন ও বিকাশের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মাছের প্রাকৃতিক প্রজননের স্বার্থে প্রতিবছর এই প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাধারণত এই নিষেধাজ্ঞা তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত বলবৎ থাকে।
সভায় মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার (নৌ-বাহিনী) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, স্থানীয় মৎস্য ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।