আজিজনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম’সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

NewsDetails_01

বান্দরবান লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দীনসহ চার জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে আদালতে মামলা করেছন আজিজ নগরের ব্যবসায়ী আবুল কালাম।

গত ৩ এপ্রিল জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে ব্যবসায়ী আবুল কালাম বাদী হয়ে মামলাটি করেন।

লামা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনিসুর রহমান অভিযোগটি আমলে নিয়ে ২৭ অক্টোবর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীনসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

NewsDetails_03

মামলায় অভিযুক্ত আসামিরা হলো,আজিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন (৪৫), শ্রী রনি কুমার দেব (২৬) চেয়ারম্যান পাড়ার আব্দুল বারেকের ছেলে মোহাম্মদ আলমগীর (৪০), ইসলামপুর এলাকার আলতাফ মিয়ার ছেলে মোহাম্মদ মোস্তাক (৩৮)।

মামলার বাদী আবুল কালাম জানান, জসিম উদ্দীন কোম্পানী আমার একটি জায়গার বিচার নিয়ে গেলে আমার কাছে চার লক্ষ টাকা চাঁদা দাবী করেন, দিতে অস্বীকৃতি জানালে আমাকে তার লোকজন দিয়ে মারধর করান। তিনি প্রতিনিয়ত আমাকে হুমকি দিয়ে আসছিলেন, আমি এর ন্যায় বিচার চাই। চাঁদা চাওয়ার কল রেকর্ডটি আমি বিচারকের কাছে দিয়েছি।

এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীনের ফোন বন্ধ পাওয়া যায়।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আদালত থেকে এখনো গ্রেফতারি পরোয়ানা থানায় আসিনি, আসলে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন