আজিজনগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

purabi burmese market

IMG_20160902_193944বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে আজিজনগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলার শুভ উদ্বোধন করেন, আজিজনগর ফুটবল একাডেমীর প্রধান পরিচালক রবিউল ইসলাম তারেক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। উক্ত ফুটবল টুর্নামেন্টে তেলনিয়া ফুটবল একাদশকে হারিয়ে ৪-১ গোলে তেলনিয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। ছাত্রনেতা শামিমুল ইসলাম এর সঞ্চালনায় মাসুদ আলম রানার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কানন, ইনকাম টেক্সের রবিউল ইসলাম তারেক, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু আহমেদ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম, আওয়ামী যুবলীগ আজিজনগর শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন রানা, সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক উথোয়ায় মার্মা প্রমূখ। এসময় শত শত দর্শক ফুটবল খেলা উপভোগ করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।