টানা নয় মাস পর বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র স্বর্ণ মন্দির বা স্বর্ণ ধাতু জাদি আজ বুধবার সকাল থেকে খুলে দেয়া হয়েছে । দীর্ঘদিন পর স্বর্ণ মন্দির খুলে দেওয়ার কারনে সকাল থেকে পর্যটক আগমন পরিলক্ষিত হয়।
গত রবিবার রাতে বান্দরবানের কেন্দ্রীয় বৌদ্ধবিহারে কঠিন চীবরদান উৎসব শেষে মতবিনিময় সভায় স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উপঞঞা জোথ মহাথেরো (উছাহ্লা ভান্তে) স্বর্ণ মন্দির খুলে দেবার ঘোষণা দেন ।
স্বর্ণমন্দিরটি পর্যটকদের জন্য সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা হবে। তবে প্রার্থনার জন্য দুপুরে ২ ঘন্টা বন্ধ থাকবে। এদিকে মন্দিরের নিরাপত্তায় ৫টি সিসি ক্যামরা বসানো হচ্ছে । প্রতিষ্ঠানের পবিত্রতা এবং নিরাপত্তায় ৫ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে ।
মন্দিরের পবিত্রতা নষ্ট ও পর্যটকদের হাতে ভক্তদের নানা হয়রানির ঘটনায় মন্দির কর্তৃপক্ষ গত ২০ ফেব্রæয়ারি থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই মন্দির দেখার জন্য প্রতিবছরই দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে হাজারও পর্যটক ভীর করেন ।