বান্দরবান জেলা প্রশাসন সূত্র জানান, বুধবার দুপুরে বান্দরবান এসে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বান্দরবান শহরের মডেল প্রাইমারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করবেন। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।