আজ পাহাড়বার্তা ডটকম এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান

NewsDetails_01

পার্বত্য জেলার অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “পাহাড়বার্তা ডটকম” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বান্দরবান প্রেসক্লাবে পাহাড়বার্তা’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পাহাড়বার্তার সম্পাদক সাদেক হোসেন চৌধুরীসহ অনেক।
অনুষ্ঠানে পাহাড় বার্তার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত “পাহাড়বার্তা” পত্রিকার মোড়ক উন্মোচন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, এসময় অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে।
প্রসঙ্গত,গত ২০১৭ সালের ১১ আগষ্ট পার্বত্য জেলার অন্যতম নিউজ পোর্টাল পাহাড়বার্তা’র যাত্রা শুরুর পর থেকে তিন পার্বত্য জেলার বিভিন্ন প্রান্তের সংবাদ প্রকাশ করে ১টি বছর পার করে আজ প্রথম প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্ঠান করতে যাচ্ছে গণমাধ্যমটি।

আরও পড়ুন