আত্মহত্যা করলেন লামার চানা প্রু মার্মা

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে চানা প্রু মার্মা (৪৫) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারী আত্মহত্যা করেছেন।

NewsDetails_03

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বদুরঝিরি নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। চানা প্রু মার্মা বদুরঝিরি নয়াপাড়ার বাসিন্দা ক্যচিংহ্লা মার্মার স্ত্রী।
সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার দিনগত রাতে চানা প্রু মার্মা ও স্বামী ক্যচিংহ্লার মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে চানা প্রু মার্মা ঘরের বিমের সাথে গলায় ফাঁস দেয়। রবিবার ভোর ৪টার দিকে স্বামী ক্যচিংহ্লা ঘুম থেকে ওঠে স্ত্রীর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

গলায় ফাঁস লাগিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারীর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, চানা প্রু মার্মা’র লাশের প্রাথমিক সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন