আপনার মাস্ক কোথায় ?
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর ক্যাম্পেইন
করোনা ভাইরাস এমন একটি জীবানু যেটি খুব সহজে মানুষের মাঝে ছড়িয়ে পরে। এর প্রধান কারন হচ্ছে অসাবধানতা। এই ভাইরাস খুব সহজে মানুষকে মৃত্যুর মুখে ধেলে দেয়। এই ভাইরাসকে প্রতিহত করার জন্য মাস্ক ব্যবহার ও সাবধানতা আবশ্যক।
করোনা ভাইরাস প্রতিরোধে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সারাদেশ ব্যাপী ৩ দিন “আপনার মাস্ক কোথায়? -২০২২” মূলক ক্যাম্পেইনের আয়োজন করে। এই ক্যাম্পেইনে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, বান্দরবান শাখা ২৮ জানুয়ারি শুক্রবার বান্দরবান শহরের বাজার, মসজিদ সহ জনবহুল স্থান গুলোতে মাস্ক বিতরণ, লিফলেট, হ্যান্ড সেনিটাইজার প্রদান সহ সচেতনতায় প্রচারে নামে
এ সময় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ বান্দরবান শাখার সভাপতি লিলিপ্রু মারমা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তহীদুল ইসলাম মাসুম সহ প্রায় ৪০ জন সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। ইসলামপুর জোন লিডার হিসেবে মোহাম্মদ ইসমাইল এবং মধ্যমপাড়া জোনে উখিং নু চাক এর নেতৃত্বে ইভেন্টটি সম্পন্ন হয়। ক্যাম্পেইনে প্রায় ২০০০ মাস্ক বিতরণ সহ ১০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে।
সংগঠন পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণের হার কমাতে মানুষকে সচেতন করতে এই ইভেন্ট করেন তারা আমরা যদি মাস্ক ব্যবহার না করি তাহলে আমরা বা আমাদের পরিবার কেউ নিরাপদে থাকবে না। তাই কর্মসূচির মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়বে এবং মাস্ক পরিধানের হার বৃদ্ধি পাবে।