বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দেশের ২১তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকেলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ করা হয়। ইসির যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)ও নির্বাচনি কর্তা কে এম নূরুল হুদা সংবাদ সম্মেলন করে আবদুল হামিদকে একক প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘোষণা দেন। আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতির শপথ হওয়ার কথাও ওই সময় সিইসি জানান।