আমাদের সকলকে চিন্তা করতে হবে এ দেশ আমাদের : রাঙামাটিতে বীর বাহাদুর

NewsDetails_01

রাঙামাটিতে মাসস অডিটোরিয়াম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং এসএসসি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি
আমাদের সকলকে চিন্তা করতে হবে এ দেশ আমাদের। আমার সম্প্রদায়,ভাষা ও সংস্কৃতি দেশের জন্য বোঝা নয়, সম্পদে রুপান্তরিত হবে। রাঙামাটির শহরের আসাম বস্তিতে মারমা সংস্কৃতি সংস্থা(মাসস)এর আয়োজনে আজ শুক্রবার এসএসসি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর রাঙামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেন,মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য আন্দোলন করার কথা আমাদের। কিন্তু সরকার রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় দিচ্ছে আর আপনারা এর বিরুদ্ধে আন্দোলন করেন।
মারমা সংস্কৃতি সংস্থার সভাপতি অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় এছাড়াও গেষ্ট অব অনার হিসেব উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু,রাঙামাটি জেলা পরিষদের চেয়াম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়াম্যান কংজরী চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গেষ্ট অব অনার হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলেও কোন কোন মহল নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকলকে চোখ-কান খোলা রেখে সজাগ থাকতে হবে।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জাতি, ধর্ম, বর্ণ নিবিশেষে সব সম্প্রদায়ের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকারের আমলে সারা দেশের ন্যায় পাহাড়ে ব্যাপক আকারে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ফের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো হয়।
আলোচনা সভা শেষে, এসএসসি ছাত্রছাত্রীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও অথিতিবৃন্দরা সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেন।

আরও পড়ুন