আমার জনগণ শীতের কাঁপবে আমি বসে থাকতে পারিনা : থানচিতে মেহ্লা প্রু

বান্দরবানের থানচি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনের শীত বস্ত্র বিতরণ সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহধর্মীনি মে হ্লা প্রু
আমি একজন মানব হিসেবে জন কল্যানে, মানবতা সেবায় নিয়োজিত আছি এবং যত দিন বেঁচে থাকবো তত দিন এই কাজ করে যাবো । আমার জনগণ শীতে কাঁপবে আমি বসে থাকতে পারিনা। আজ শুক্রবার সকাল ১০ টা বান্দরবানের থানচি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনের শীত বস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহধর্মীনি মে হ্লা প্রু।
থানচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনি মারমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মহিলা আওয়ামী লীগে সহ-সভাপতি এমেচিং মারমা, বান্দরবান পৌর মেয়রের সহধর্মীনি কামরুন নেছা বেবী, জেলা পরিষদের সদস্য থোইহ্লা মং মারমা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উবামং মারমা, রাজবীলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্যসিং মারমা,তিন্দু ইউপি চেয়ারম্যান মং প্রু অং মারমা,শ্রমিক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মোহসিন মিঞা,যুবলীগের সাধারণ সম্পাদক রেংচিং ম্রো, সহ-সভাপতি অনিল ত্রিপুরা, ছাত্রলীগের সভাপতি জর্জ কলিন্স ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক ঝন্টু কর্মকার প্রমুখ।
সভা শেষে থানচি সদর ইউনিয়নের ৯শত হত দরিদ্র শীতার্থদের মাঝে (কম্বল) শীত বস্ত্র বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহধর্মীনি মে হ্লা প্রু।

আরও পড়ুন