বান্দরবানের ফাসিয়াখালী- আলীকদম সড়ক আলীর সুরং এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। আজ সকালে সড়কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত রায়সহ অনেকে। ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে সড়কটি নির্মান করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)। এসময় স্থানীয় নেতাকর্মীছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সড়কটি নির্মানের ফলে জেলার আলীকদম উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র আলীর সুরং দেখতে পর্যটকরা খুব সহজে যেতে পারবে বলে মনে করছে স্থানীয়রা।