স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধণা দেয়া হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং মুরুং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণায় প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রতি মন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইউনিয়ন জুঁড়ে সাজ সাজ রব বিরাজ করছে। ইউনিয়ন বাসীর পক্ষ থেকে স্থাপন করা হয়েছে মাতামুহুরী নদীর ওপর নৌকা প্রতীক সম্বলিত তোরণ। আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন।