আলীকদমের নিখোঁজ ব্যবসায়িরা বাসায় ফিরলেন

32বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরীতে গরু কিনতে গিয়ে ৫দিন ধরে দুই গরু ব্যবসায়ী নিখোঁজ থাকলেও তারা রোববার বিকালে ঘরে ফিরেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১ নভেম্বর গরু ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন ও মোঃ ফুতু মিয়া রোহক ম্রো নামে এক ব্যক্তির সাথে গরু কিনতে আলীকদমের পোয়ামুহুরি যায়। কিন্তু শনিবার পর্যন্ত পোয়ামুহুরী থেকে তারা বাড়ি ফিরে না আসার কারনে তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে বলে ধারনা করে তাদের পরিবার। তাদের বাড়ী আলীকদমের দারু সরর্দার পাড়ায় বলে জানা গেছে। এই দুই ব্যবসায়ি রোববার দুপুরে তাদের নিজ নিজ বাসায় ফিরে আসেন।
প্রসঙ্গত, শনিবার দুপুরে দুই ব্যবসায়ীর স্বজনরা তাদের সন্ধানের জন্য জেলার আলীকদম জোনে এই ব্যাপারে অভিযোগ করেন। দুর্গম এলাকাটিতে শসস্ত্র সন্ত্রাসীদের কর্মকান্ড থাকার কারনে প্রতিনিয়ত অপহরণ, চাঁদাবাজির শিকার হয় স্থানীয় ব্যবসায়ীরা।
এই ব্যাপারে মোঃ আরাফাত হোসেন এর স্ত্রী সাজেদা বেগম ফোনে পাহাড়বার্তাকে বলেন, তারা দুজনেই ফিরে এসেছে, তাদের ফিরে আসায় আমরা বেশ খুশি।

আরও পড়ুন