আলীকদমের মাতামুহুরি নদীতে নৌ ডুবিতে ২ নারী শ্রমিক নিখোঁজ

purabi burmese market

বান্দরবানের আলীকদম উপজেলার বাবুপাড়াস্থ বুঝিখালের মুখে (মোহনায়) নৌকা ডুবিতে দুই জন নারী শ্রমিক নিখোঁজ রয়েছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় সময় মাতামুহুরি নদী পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে।

নিখোঁজ নারী শ্রমিকরা হলেন,পানবাজার সিলেটীপাড়ার বাসিন্দা সেনোয়ারা বেগম (২৫) ও মুন্নি আক্তার (২০)

স্থানীয়রা জানায়, হ্লারীর চর এলাকায় দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের খামারের দিনমুজুরের কাজ করেন উক্ত নারী শ্রমিকরা। কাজ শেষ করে ৫ জন নারীসহ ৮ আট জন শ্রমিক নৌকায় করে মাতামুহুরি নদী পারাপারের সময় বুঝিখালের মুখে (মোহনায়) গোলচক্করে ডুবে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ও ঘটনাস্থলে থাকা ইঞ্জিন চালিত নৌকা গিয়ে নৌকার মাঝিসহ ৬ জনকে উদ্ধার করেন কিন্তু দুই নারী শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান।

আলীকদমের ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা নৌকা ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা নিখোঁজ দুই নারী শ্রমিককে উদ্ধারে কাজ করছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।