আলীকদমের মারাইংতং পাহাড়ে রাতে পর্যটক থাকা নিষিদ্ধ
বান্দরবানের আলীকদম উপজেলার ঐতিহ্যবাহী ও পর্যটদের জনপ্রিয় পর্যটন স্পট মারাইংতং বৌদ্ধ জাদিতে (মারাইংতং পাহাড়) রাত্রিযাপন নিষিদ্ধ করেছে মারাইংতং জাদি কতৃপক্ষ। মারাইংতং জাদির পবিত্রতা রক্ষার জন্য বৃহস্পতিবার (৩০ জুন) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর ফলে এই পর্যটন স্পটে রাত্রিযাপনে যাওয়া পর্যটকদের সন্ধ্যার আগে সেখান থেকে চলে আসতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মারাইংতং পাহাড়ে পর্যটকের সুবিধার জন্য শোচাগারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্মাণ ও পর্যটকদের অশালীন কাজকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে পরে গত ২৭ জুন সন্ধ্যায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সাথে মারাইংতং বৌদ্ধ জাদি পরিচালনা কমিটি ও বৌদ্ধ ধর্মীয় উপজেলার নেতাদের বৈঠকে বসে। সেখানে মারাইংতং বৌদ্ধ জাদি পরিচালনা কমিটি মারাইংতং বৌদ্ধ জাদি এলাকার পাশেপাশে কোন সরকারী স্থাপনা নির্মান না করতে অনুরোধ করেন। দর্শনার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত মারাইংতং জাদিতে উঠতে পারবে ও কোন পর্যটন রাতে থাকতে পারবে না বলে সিন্ধান্ত নেন মারাইংতং জাদি পরিচালনা কমিটি। সেই সাথে সেখানের ২টি দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জাদি পরিচালনা কমিটির সভাপতি উ-উইচারা মহাথের ভান্তে ও জেলা পরিষদের সদস্য দুংড়িমং মারমা বলেন, জাদির পবিত্রতা ও নিরাপত্তার স্বার্থে রাতে মারাইংতং জাদি এলাকায় থাকা নিষিদ্ধ করা হয়েছে। এটি পর্যটন স্পট না, এটি ধর্মীয় তীর্থস্থান।
জানা গেছে, জেলার আলীকদম সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ১ হাজার ৬৪০ ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় বিশাল সমতল ভূমিতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি জাদি (প্রার্থনা ঘর) আছে। জাদি স্থাপনের পর থেকে দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশের কারণে পর্যটন ও সাধারণ মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠে স্থানটি। কয়েক বছর ধরে রাতে তাবু টানিয়ে পর্যটকেরা রাত্রি যাপন করে আসছে। পর্যটক বৃদ্ধির সাথে, বৃদ্ধি পায় ইয়াবাসহ মাদক সেবন ও কেনাবেচা। নেশাগ্রস্ত অবস্থায় নারীর শ্লীলতাহানীর চেষ্টা, মারামারি সহ নানা অনাক্সিক্ষত ঘটনার পর পাহাড়ের চূড়ায় সন্ধ্যার পর পর্যটকদের অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করে জাদি পরিচালনা কমিটি।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম বলেন, মারাইংতং পাহাড়ে রাতে প্রচুর পর্যটক অবস্থান করে এবং নেশা জাতীয় দ্রব্য পান করে রাতে মারামারি করে অনেকে আহত হয়েছে। প্রায় রাতে এমন অনাক্সিক্ষত ঘটনা ঘটে। তাই জাদি পরিচালনা কমিটি এই সিন্ধান্ত নেন।